বরিশালের উজিরপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে, আগামীর বাংলাদেশ বিনির্মানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ) বিকাল ৪টায়, সাকুরা ফুড ভিলেজে, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওঃ আব্দুল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, প্রধান বক্তা বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওঃ মোঃ কাওসারুল ইসলাম, বিশেষ বক্তা মাওঃ মোঃ ওসমান গনি, উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, সহ বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিবর্গ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর ও ইউনিয়নের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশের ক্রান্তিলগ্নে দেশের জনগন ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :