ফরিদপুরের সালথায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ফিলিস্তিনীদের উপর বর্বর ইসরাইলিদের হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিকেল চারটায় উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
সালথা উপজেলা খেলাফত যুব মজলিস এর উদ্যোগে সংগঠনের সভাপতি মাওলানা আবুল হাসান এর সভাপতিত্বে সালথা বাজার হতে উপজেলা মডেল মসজিদ পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তীতে মডেল মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আকরাম আলী সাহেব, সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আহমেদ, প্রকাশনা সম্পাদক মিঠুন ইসলাম প্রমুখ । এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দ্রুত ফিলিস্তিনি জনগণের উপর বর্বর ইসরায়েলের অমানবিক হামলা ও নির্যাতন বন্ধ করা এবং ভারতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতন বন্ধের দাবি জানান। তারা মুসলিম বিশ্ব সহ জাতিসংঘকে দ্রুত ইসরাইলি হামলা বন্ধ করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :