গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) কালীগঞ্জ উপজেলার এসকে ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে এসময় লালমনিরহাট জেলা কৃষকদলের সাধারণ সম্পাদ এনামুল হক, আদিতমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, মোস্তাফিজুর রহমান, গোড়ল বিএনপির সভাপতি গজর উদ্দিন পাটোয়ারী, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, চলবলা সভাপতি গোলাপ হোসেন ও ভোটমারী চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টারসহ আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
দুই উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্বের বক্তব্যে বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় উপস্থিত সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন। এসময় বিগত সরকারের সমালোচনা এবং আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রাজ্জাকুর ইসলাম রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের অন্তত ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :