বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরর সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান আয়োজিত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গণঅভ্যুত্থানের প্রায় সাত মাস পেরিয়েছে। এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে জাতীয় নির্বাচনের কোন রোডম্যাপ পাইনি। এই যত নির্বাচন দেরি হবে, তত পানি ঘোলা হবে। এতে পতিত হাসিনা ও তার দোসররা যাদের কাছে বস্তা বস্তা ভর্তি টাকা আছে, তাদের সুযোগ বেড়ে যাবে। কাজেই অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্য জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।
আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, আইজীবি সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আকিল উদ্দিন।
১৫ বছর পর জেলা বিএনপির প্রকাশ্যে বিশাল ইফতার মাহফিলে সাত উপজেলার দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার মানুষ অংশ নেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :