AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে মিথ্যা রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেলেন পিপি সহ বিএনপি নেতারা


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
১০:৩৬ এএম, ২১ মার্চ, ২০২৫
পঞ্চগড়ে মিথ্যা রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেলেন পিপি সহ বিএনপি নেতারা

পঞ্চগড়ে মিথ্যা রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সরকারি পক্ষে কৌশলী (পিপি) আদম সুফী সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে লিখিত বক্তব্যে এতথ্য জানান পিপি আদম সুফি।

এসময় তিনি আরো জানান, ২০২২ সালের ২৪ ডিসেম্বর দলীয় কর্মসূচীতে অংশ নিতে জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান করি। পরে বিক্ষোভ মিছিল বের করলে বিগত ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী পুলিশ বাঁধা দিয়ে বেধরক মারপিট করে। এসময় তারা টিয়ারশ্যাল, রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপি নেতা আরেফীন শহীদ হন। এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ অনেকে গুরুতর আহত হন। পরে পুলিশ আমাদের ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১১০০ থেকে ১২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আমরা আদালতে গত দুই বছরের বেশি সময় ঘুরে মিথ্যা মামলা থেকে বুধবার দুপুরে আমলী আদালত ১ এর বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মামলার নথি পর্যালোচনা করে মিথ্যা মামলা থেকে আমাদের অব্যাহতি দিয়েছেন।

তিনি আরো বলেন, ২৪এর ছাত্র আন্দোলনে থেকে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলেই আমরা ন্যায় বিচার পেয়েছি।

এসময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল, সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!