ঝালকাঠিতে লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়া নৌকার নিখোঁজ শিশু (৯) মরদেহ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। গত ১৮ মার্চ নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় শিশুটি।
নিখোঁজ শিশু রায়হান মল্লিক নলছিটি উপজেলার গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে। শুক্রবার (২১ মার্চ) সকালে নলছিটি উপজেলার দপদপিয়া লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে ভেসে ওঠে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে এলাকাবাসী লঞ্চঘাটের পন্টুনের সঙ্গে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন ।
খবর পেয়ে নৌ পুলিশ ও নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নৌ পুলিশ, নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ সময় খবর পেয়ে নিহত রায়হান মল্লিকের বাবা মোহাম্মদ আলী মল্লিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :