সম্প্রতি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের সামাজিক ও মানবিক সংগঠন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার জুমা নামাজ পর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টাব্যাপি চলমান এ বিক্ষোভ ও মানববন্ধনে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেয় এসময় বক্তব্য রাখেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারি অধ্যাপক এম ফরহাদ হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু জাফর প্রমুখ।
বক্তারা, বর্বরোচিত ও নশংস ঘৃণিত হামলার প্রতিবাদে বলেন, পৃথিবীর সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে। ওআইসি কে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং জাতিসংঘকে দ্রুত ফিলিস্তিনের গাজা অঞ্চল পরিদর্শন করে ইজরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ইজরাইলি পণ্য বর্জনের জন্য পৃথিবীর সকল মুসলমানদেরকে আহ্বান জানান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :