নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং প্রসাদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নং প্রসাদপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুস ছালামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও ৪৯-নওগাঁ ৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, নওগাঁ জেলার মাজলিসুল মোফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর আমিনুল ইসলাম ও সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রোমান ইসলাম প্রমূখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :