চাঁদপুর শহরে যানজট নিরসনে অটোরিকশা বা ইজিবাইক গুলোকে দুই রঙে বিভক্ত করার উদ্যোগ নেয় পৌরসভা প্রশাসন।অনেক হাঁকডাক এবং ঘটাঘট করে গত জানুয়ারি মাসজুড়ে শহরে চলাচলকারী অটোরিকশাগুলো লাল ও সবুজ রঙ লাগানো হয়। আর এই রং লাগাতে প্রতিটি অটোরিকশা থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় অটোরিকশা মালিক সমিতি।
বলা হয়েছিল দুই রঙের এই অটোরিকশাগুলো একদিন পরপর সড়কে চলবে। যা কার্যকর করা হবে ১ ফেব্রুয়ারি থেকে। অথচ ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ মাস ও শেষের পথে কিন্তু চাঁদপুর পৌরসভার এই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। ফলে ছোট্ট এই শহরের সড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সধারী ২ হাজার ৬২৬টি ইজিবাইক বা অটোরিকশা। এছাড়া অবৈধ অটোরিকশা তো রয়েছেই। ফলে সাধারণ জনগন খুব ভোগান্তিতে পড়েছে।
এসব অটোরিকশা ইজিবাইকের জন্য বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ খুব ভোগান্তিতে পড়তে হয়, ইমারজেন্সি কোন রোগীকে হাসপাতালে নিতে গেলে ও এসব অটোরিকশার জন্য জ্যাম লেগে থাকে। ফলে হাসপাতালে ও সময় মতো নেওয়া যায় না রোগীকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :