খুলনায় নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আগামী রোববার আত্মপ্রকাশ করতে যাচ্ছে। খুলনা ক্লাবে ইফতার মাহফিলের মাধ্যমে দলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এ উপলক্ষে আটটি রাজনৈতিক দলসহ দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঈদের পর খুলনা ও নগর পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো গড়ে তোলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে জেলা ও নগর পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ প্রাঙ্গণে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘সেকেন্ড রিপাবলিক’ শ্লোগান দিয়ে দলটি প্রথম আত্মপ্রকাশ করে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতা খুলনায় দল গঠনের দায়িত্ব নিয়েছেন। এতে বেশ কয়েকজন বুদ্ধিজীবীও যুক্ত হয়েছেন। দক্ষিণাঞ্চলের যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও খুলনা জেলায় দল গঠনের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মেজবাহ কামাল মুন্না। বাগেরহাট জেলার দায়িত্বে রয়েছেন যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতউল্লাহ।
রোববারের ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ইমাম পরিষদের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া দলের কর্মী, সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত থাকবেন। মাহফিলে ইফতার সামগ্রী ও উপহার বাবদ জনপ্রতি ৬০০ টাকা ব্যয় হবে। অনুষ্ঠানের মোট ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ টাকা।
কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক তানজির মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফরিদ উদ্দিন ও মেজবাহ কামাল মুন্না অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মেজবাহ কামাল মুন্না জানান, খুলনায় প্রথম কর্মসূচি হওয়ায় ব্যাপক প্রস্তুতি চলছে। নতুন মুখ ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিরা দলে যুক্ত হচ্ছেন। ঈদের পর খুলনাসহ অন্যান্য জেলায় সাংগঠনিক কমিটি গঠন করা হবে।
খুলনা জেলার সংগঠক আহম্মদ হামিম রাহাত বলেন, রোববারই তারা প্রথমবারের মতো প্রকাশ্যে আসবেন। ইফতার মাহফিল সফল করতে সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ছবি সম্বলিত ঈদের শুভেচ্ছা প্যানার নগরীর শিববাড়ি মোড়ে শোভা পাচ্ছে।
নতুন দলে যোগ দেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ভিপি নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ৫০ জন কর্মী নতুন দলে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে দলের সাথে যুক্ত হয়েছেন সোনাডাঙ্গার ব্যবসায়ী আহমেদ ফরিদ পাঠান, ডুমুরিয়ার তানজিল মাহমুদ, গাজী মেডিকেল কলেজের ডাঃ শরীফ আশরাফুল হাবিব সাজিদ, দৌলতপুরের ইঞ্জিনিয়ার আশিকুর রহমান রাতুল, খানজাহান আলী থানার জাহিদুর রহমান প্রিন্স ও ডাঃ এস এম খালেদুজ্জামান প্রমুখ।
রোববারের অনুষ্ঠানে আহম্মদ হামিম রাহাত, মিনহাজুল আবেদীন সম্পদ, খুবির আল শাহারিয়ার, রমজান শেখ, সাইফ নেওয়াজ, মুশফিক সামস্ মেনান, তরুণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, মিরাজুল ইসলাম ইমন, মোঃ হাসিবুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পীসহ অনেকে উপস্থিত থাকবেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :