AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল


গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমআ মৌলভীবাজার শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

শহরের দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে চৌমুহনা চত্বর হয়ে কুসুমবাগ পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। ছাত্রশিবিরের শহর সভাপতি তারেক আজিজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি দাইয়ান আহমদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, ফখরুল ইসলাম, জিল্লুর রহমানসহ বিভিন্নœপর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এদিকে একই ইস্যুতে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে শ্রীমঙ্গল উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে থেকে মিছলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কওে চৌমুহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মাহমুদুল হাসান নাঈম, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার শ্রীমঙ্গল পৌর সভাপতি নাজমুল ইসলাম সাইফ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের  উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মোঃ মোজাহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানাই।

একুশে সংবাদ/ এস কে

Link copied!