গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন আবদুল্লাহ আল হাসান, নাজমুস সাকিব তামিম, জামিম, ব্যবসায়ী মো. ফরিদ, জুনায়েদ হোসেন সায়মন, ফয়সাল উদ্দিন রায়হান, ইমতিয়াজ, হাসান, শাকিল, সাকিবসহ আর ও অনেকে।
বক্তারা বলেন, "যেখানে মানবতা নিঃশেষ হয়ে গেছে, সেখানে আর ন্যায়ের আশা করা যায় না। ইসরায়েল রমজানের পবিত্রতা ভঙ্গ করে সেহরির সময় গাজায় হামলা চালিয়ে শত শত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করছে। আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি। গাজার শিশুদের হৃদয়বিদারক বাস্তবতা বক্তারা আরও বলেন, "গাজার নিষ্পাপ শিশুরা আজ রক্তাক্ত ইফতার ও সেহরি করছে। তারা প্রতিদিন ছয় ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এবং আরেক ওয়াক্ত জানাজার নামাজ। এই নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।
বিক্ষোভ মিছিল থেকে জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, "মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :