AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সর্বস্তরের মুসলিম উম্মাহ আয়োজনে স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ হতে মুসলিম জনতার বিক্ষোভ মিছিল চৌমুহনী মুক্ত মঞ্চে সমাবেশ স্থলে উপস্থিত হয়। চৌমুহনী জামে মসজিদের খতিব আজিজুর রহমানের সভাপতিত্বে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক, ইমাম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম দেওয়ানী, মাদ্রাসা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ নজরুল ইসলাম, মডেল টাউন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাচালং বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাউসার উদ্দিন নুরী, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সোলাইমান খান। 

এছাড়াও পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদ সহ বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক - অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত মুসলিম জনতা উপস্থিত ছিলেন। 

সমাবেশে সমাপনী বক্তব্য ও ফিলিস্তিনের মুসলিম সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমীন কুতুবী। 

বক্তারা ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরালী নগ্ন হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে সমগ্র মুসলিম রাষ্ট্র সমুহকে এক হয়ে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান জানান।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!