আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শহীদ পরিবারে মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ময়মনসিংহের নান্দাইলে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পাঁচ পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ)বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার আয়োজনে উপজেলার হেমগঞ্জ ঝালুয়া বাজার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।
এসময় ৫ জন শহিদ পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
এর পূর্বেও সংগঠনটি শহীদ পরিবারের সদস্যদের খোজঁখবরসহ খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছিলেন।
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক মাও. নুরুল আমীনের সঞ্চালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শুরা কর্মপরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম প্রমুখ।
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী শামসুদ্দিন বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রক্ত ও প্রাণের বিনিময়েই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশ রক্ষা পেয়েছে, রক্ষা পেয়েছে বাংলাদেশের জনসাধারন।
কিন্তু এখনও একটি রাজনৈতিক ডিলারশীপ ও ফ্যাসিস্ট এর দোসররা আওয়ামীলীগকে আবারো বাংলাদেশে আনার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শহীদদের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।শহীদদের অনুপ্রেরণা নিয়েই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, ইনশাল্লাহ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান ফকির, মাহবুব আলম সহ অত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যগণ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :