AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রৌমারীতে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ,বাধা দেওয়ায় নারীকে মারধর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৯:৩৪ পিএম, ২১ মার্চ, ২০২৫
রৌমারীতে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ,বাধা দেওয়ায় নারীকে মারধর

কুড়িগ্রামের রৌমারীতে সরকারি রাস্তা দখল করে ইটের দেয়াল নির্মাণে প্রতিবাদ করায় কমলা খাতুন নামে এক নারীকে মারধর করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে এদিন বিকেলে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযুক্তরা হলেন- রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার তাজুর উদ্দিনের ছেলে সৈয়দ জামাল (৬৫) ও তার ছেলে মাইদুল হক (৩৫)।

প্রতিকার চেয়ে শুক্রবার (২১ মার্চ) দুপুরে ভুক্তভোগী কমলা খাতুন জানান,দীর্ঘদিন থেকে তার বাড়ি থেকে হাবিবুর মাস্টারের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তায় চলাচল করে আসছেন ওই এলাকার মানুষ। বৃহস্পতিবার হঠাৎ করে ওই রাস্তায় ইট দিয়ে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় সৈয়দ জামাল ও তার ছেলে মাইদুল হক।

এতে স্থানীয়দের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ সময় নির্মাণ কাজে বাধা দিতে গেলে তাকে মারধর করেন তারা। তখন ওই নারীর বাম হাত ফেটে যায়। ছিঁড়ে ফেলা হয় পরনের কাপড়। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা বলেন,এর আগেও ওই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করা হয়েছে। এরপরও বৃহস্পতিবার ইটের দেয়াল নির্মাণ কাজ শুরু করেন তারা।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি।

রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, এ ধরনের অভিযোগ পাইনি। পেলে বিষয়টি দেখা হবে বলে জানান।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!