ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে নিরীহ মুসলিম হত্যার প্রতিবাদে ফরিদপুরের শহরতলীর কানাইপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ( বেলা দুইটায় ইমাম কল্যান ফাউন্ডেশন,জেলায় কানাইপুর ও কৃষ্ণনগর ইউনিয়নের আয়োজনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত ইসরাঈলী হামলা ও মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় কানাইপুর ট্রাক স্ট্যান্ড এলাকায় এক বিক্ষোভ মিছিল ও পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ইমাম কল্যান ফাউন্ডেশননের সহ-সভাপতি মুফতি নুরুল আমিন, ইমাম কল্যান ফাউন্ডেশনের সহকারী প্রচার সম্পাদক মুফতি মাওলানা মাজহারুল ইসলাম,সদস্য মাওলানা মুফতি মাহবুবুল কবির, সদস্য আব্দুস সাত্তার, হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান, ইমাম কল্যান ফাউন্ডেশনের অন্যতম সদস্যহযরত মাওলানা ওমর ফারুক।
এ সময় সর্বস্তরের তৌহিদী জনতা আলোচনা সভায় বক্তারা বলেন "ইসলামী বাহিনী যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে সাধারণ ফিলিস্তিনি দের ওপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। এ ব্যাপারে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার জন্য আহ্বান জানানো হয়।
তাছাড়া ওআইসি কে এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়৷
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :