বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা দেশের দক্ষিনাঞ্চলের নদীতীরবর্তী একটি উপকূলীয় উপজেলা। ৬ বর্গমাইলের মোরেলগঞ্জ পৌরসভায় অনেক অসহায়,হত-দরিদ্র মানুষের বসবাস রয়েছে।
শুক্রবার (২১ মার্চ) মধ্যরাতে রমজানের ২১ তম রজনীতে সেইসব অসহায়,ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ উপহার নিয়ে হাজির বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ও তার সহধর্মিণী সাহারুজ্জামান নিপা।ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকার বিপন্ন এসব মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের প্রয়োজনীয় ঈদ বস্ত্র উপহার দিচ্ছেন।
ঈদের আনন্দে অসহায় পরিবারের সঙ্গে সঙ্গি হতেই বাগেরহাট জেলা বিএনপি নেতার এই মহতি উদ্যোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে পরিধেয় কাপড়ের মধ্যে শাড়ী,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করছেন কাজী শিপন। অসহায় পরিবারের এসব সদস্যরা ঈদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা,ঈদের খুশির হাসি ফুটেছে তাদের মুখে।
কে কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাহারুজ্জামান নিপা জানান, ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে এই কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও এ সমস্ত কর্মকাণ্ডে অংশ গ্রহণ করবে। শিপন পত্নী বলেন, আসুন আমরা সবাই আমাদের আশপাশে থাকা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। তাদের সহযোগিতা করি।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :