AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় খাল থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার


কেন্দুয়ায় খাল থেকে ব্যবসায়ীর রক্তাক্ত  মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের পাশে খাল থেকে তাঁরা মিয়া (৬২) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, নিহতের মাথার খুলি আঘাত প্রাপ্ত এবং ডান চোখ উঠানো সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড  বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২২ মার্চ) ভোরে স্থানীয়রা সাতার খালি খালের পাশে  লাশ পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

নিহত তাঁরা মিয়া ওই উপজেলার ওয়াই উত্তর পাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। উপজেলার বাঁশাটি বাজারে তাঁর কাঁচামালের দোকান রয়েছে।

গড়াডোবা ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, শুক্রবার  রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাজার থেকে বেরিয়ে পড়েন তাঁরা মিয়া। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে বাঁশাটি বাজার থেকে ওয়াই যাওয়ার পথে সাতার খালি খালের পাশে তাঁরা মিয়ার লাশ পড়ে থাকতে দেখা গেছে।

ইউপি চেয়ারম্যান  আরও বলেন  রাতে বাড়ি ফেরার পথে কীভাবে খুন হয়েছে তা অনুমান করা যাচ্ছে না। পুলিশ ঘটনা তদন্ত করেছে। তাঁরা মিয়ার সঙ্গে কারও শত্রুতা ছিল এমন কোনো তথ্য আমার জানা নেই।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান তাঁরা মিয়াকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা রুজুর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!