একবার দেশ থেকে পালিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসার সুযোগ নেই। যদি ফিরে আসে তাহলে তার অতীত কৃতকর্মের সাজা ভোগ করার জন্য ফিরে আসবে। একটি দলের নেত্রী তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। দীর্ঘ ১৭/১৮ বছর একটি দল বিনা ভোটের নির্বাচনে রাষ্ট্র পরিচালনা করেছেন। এদেশে আর বিনা ভোটের নির্বাচন হবে না। আপনাদের প্রতক্ষ ভোটে নির্বাচন হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্যে দিয়ে আবারও গনতন্ত্র প্রতিষ্ঠা পাবে।
মুকসুদপুরের বালিয়াকান্দি হাদীউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলার উজানী, বাঁশবাড়িয়া ও ভাবড়াশুর ইউনিয়ন বিএনপি এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
ওই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, বাংলাদেশ জাতীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মো: আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট এম এ আলম সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সোহরাব হোসেন, হাদীউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাগর মজুমদার, উপজেলা বিএনপির সহ সভাপতি ফিরোজ মৃধা, ফরিদ মোল্যা, মোঃ গোলাম মোর্তুজা, মোঃ শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, মৎস বিষয়ক সম্পাদক মোঃ সেলিম সরদার।
শুক্রবার (২১ মার্চ) বিকালে ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাকুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল সঞ্চালনা করেন উজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম পলু, ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাসু সরদার ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তুহিন মিনা।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হক, হিদায়েত হোসেন, জুবায়ের আল মামুন, মাহফুজুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর আজম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সাঈদ খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দিদারুল আলম রুবেল, প্রচার সম্পাদক শরিফুল রোমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আবদুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, নাইম শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের মাতুব্বর, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ মহাসিন মোল্যা সিনিয়র সহ-সভাপতি শাহিন সিকদার অন্তর, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিব আহমেদ দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :