পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শাহজাদপুরে ৫শ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম মন্ডলের অর্থায়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শনিবার (২২ মার্চ) প্রায় ৫শত পরিবারের মাঝে নগদ অর্থ শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় দুগলী উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ড.এম এ মুহিত।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান আরিফ, সাবেক সভাপতি মো: ইকবাল হোসেন হিরু ও বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :