নওগাঁর পত্নীতলায় পৃথক দু`টি অভিযানে মোট ১১৯ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব। গত শুক্রবার বেলা আড়াইটা এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক দুটি অভিযান পরিচালনা করে জেলার পত্নীতলা থানার মামুদপুর বাজার এলাকা থেকে প্রাইভেটকারের ব্যাক ডালা থেকে ৬৯ কেজি এবং নজিপুর থেকে কার্টুনে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং নগদ ৮৭,৯১০/- টাকা জব্দ করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাতাব্বর হোসেন (৪৮), অপুদেব (২৯), রিপন পাল (৩৬), আনন্দ পাল (২১), শ্রী নিতাই চৌধুরী (৪২) এবং শরিফুল ইসলাম (৩৪)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান জানান, `এ বিষয়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের শনিবার বিকেলে জেলা কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।`
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :