কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী`র তিনটি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মজিদপুর ইউনিয়নের ৬নং ও বলরামপুর ইউনিয়নের ৭নং এবং ভিটিকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কমিটি ঘোষনা করা হয়। শুক্রবার (২১ মার্চ) মজিদপুর, বলরামপুর, ও ভিটিকান্দি ইউনিয়নের তিন ওয়ার্ডের উদ্যোগে তিনটি ইউনিয়নে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দডিকান্দি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুল আজিজ মোল্লা ও বলরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা হাতির জিল থানা পশ্চিমের সাহিত্য সংস্কৃতিক বিভাগের পরিচালক কবি সুমন রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখা`র আমির, জেলা কর্ম পরিষদ সদস্য, ও কুমিল্লা-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল।
অন্যদিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আয়োজিত ইফতার মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আকিল আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী সদস্য ও আই-বি-ডব্লিউ-এফ এর তিতাস শাখা`র সভাপতি মুহাম্মদ ছবির হোসেন।
এসময়ে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর আজ আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি। এতো দিন ইফতার মাহফিল তো দূরের কথা আমরা দশ জন এক সাথে দাঁড়াতেই পারিনি। আজ আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে জুলাই বিপ্লবের ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে। সততা ও ন্যায় নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে দেশ পরিচালনায় সুযোগ করে দিবেন।
উক্ত অনুষ্ঠিত ইফতার মাহফিল গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী শাখা`র সভাপতি ইঞ্জি. শামীম সরকার বিজ্ঞ, সাধারন সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সরকার, কর্ম পরিষদ সদস্য মাওলানা তফাজ্জল হোসেন, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা তফাজ্জল হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সরকার, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহীম খলিল প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিল গুলো মিলন মেলায় পরিণত হয়। মাহফিলে দারসুল কুরআন ও মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা তুলে ধরেন এবং তিনটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়। এতে ভিটিকান্দি ইউনিয়ন ৭নং ওয়ার্ডে সভাপতি সালাউদ্দিন মেম্বার, সেক্রেটারি আব্দুর রহমান।
বলরামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সভাপতি কবি সুমন রায়হান, সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রহিম। মজিদপুর ৬নং ওয়ার্ডের সভাপতি মো. এমদাদ ভূইয়া, সাধারণ সম্পাদক মো. ছাদিম আলী তিনটি ওয়ার্ড কমিটিতে সর্বমোট সদস্য সংখ্যা ২৪২জনের নাম প্রকাশ করে কমিটি গুলোর অনুমোদন দেয়া হয়। পরে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করে ইফতার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান গুলোর সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :