দিনাজপুর নবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় বিস্ফোরক আইনে মামলার আসামী উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ও ঠিকাদার জাকিরুল ইসলাম (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার (ওসি) আঃ মতিন।
জাকিরুল ইসলাম (৩৮) উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের পুর্ব ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে । জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :