AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

Sohel Rana (অনুরক্তি) প্রচেষ্টায় একটি পরিবারকে সাবলম্বীর প্রচেষ্টা


Sohel Rana (অনুরক্তি) প্রচেষ্টায় একটি পরিবারকে সাবলম্বীর প্রচেষ্টা

Sohel Rana(অনুরক্তি) একটি সামাজিক উন্নয়ন মূলক পেইজের সহায়তায় একটি পরিবারকে সাবলম্বীর প্রচেষ্টা এগিয়ে এলেন সমাজের বৃত্ত শালী। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেলাব গ্ৰামের  নিরীহ ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে, একটি পরিবারকে সাবলম্বীর প্রচেষ্টা এগিয়ে এলেন সমাজের বৃত্তশালী ।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেলাব গ্ৰামের নূর মোহাম্মদ একজন দরিদ্র ও অসহায়। তাঁর পেশা বলতে কিছুই নেই। শারীরিক অসুস্থতার কারণে তিনি  কাজ করতে অপারগ  হাওয়ায়, ভিক্ষাবৃত্তি করে , মানুষের কাছ থেকে চেয়ে, পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতেন।
এটি Sohel Rana(অনুরক্তি)‍‍`র নজরে আসলে। তিনি অসহায় নূর মোহাম্মদকে নিয়ে কয়েকটি ব্লগ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে।পেরাব গ্ৰামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোহেল রানা (বাবু)‍‍`নজরে আসলে তিনি নূর মোহাম্মদ এর খোঁজ খবর নিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।তারই পরিপ্রেক্ষিতে তিনি ২১শে মার্চ (শুক্রবার )বেলাব গ্ৰামের নূর মোহাম্মদকে তার নিজ বাড়িতে পন্য সহ একটি মুদি দোকানের ব্যবস্থা করে দেন।

এই বিষয়ে মোঃ সোহেল রানা (বাবু) বলেন, সমাজের উচ্চবিত্তরা যদি নিন্মবিত্তদের পাশে এসে দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই একদিন দেশে নিন্ম বিত্তের হার  কমে আসবে।আমি সবাইকে বলবো আপনার সামর্থ অনুযায়ী আপনার আশেপাশের নিন্ম বিত্তের পাশে এসে দাঁড়ান।

Sohel Rana (অনুরক্তি) পেইজের কর্নধার মোঃ সোহেল রানা বলেন, আমি সবসময় সমাজের অসহায় ,দূস্ত মানুষকে নিয়ে কাজ করি। আমার প্রচারণাযর মাধ্যমে যদি একটা পরিবার অসহায়ত্বের  দাসত্ব  থেকে মুক্তি পায়, এইটা আমার বড় সাফল্য। আমি চাই, সবাই তার নিজ নিজ সামর্থ অনুযায়ী সবার পাশে দাঁড়ালে,দেশ তথা সমাজের নিন্মবিত্তের হার কমে আসবে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!