AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ত্রীর দেয়া চুরি মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:৩৯ পিএম, ২২ মার্চ, ২০২৫
স্ত্রীর দেয়া চুরি মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রিয়াল চুরির মামলায় পলাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে গলাচিপার আমখোলা সড়ক থেকে আসামি মো. নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত নাসির উদ্দিন মোল্লা গলাচিপা উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের বাসিন্দা আতাহার মোল্লার ছেলে।

র‌্যাব এজাহার পর্যালোচনায় জানায়, বাদী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করতেন। আসামী মো. নাসির উদ্দিন বাদী চম্পা বেগমের ২য় স্বামী। সে মাঝেমধ্যে বাদীর বাড়িতে যেতেন এবং অবস্থান করতেন। তারই ধারাবাহিকতায় আসামি গত ২২ নভেম্বর ২০২৪ তারিখে এসে বাদীর বাড়িতে অবস্থান করে। ২৬ নভেম্বর ২০২৪ তারিখ চলে যাওয়ার পর বাদী তার প্রবাসী মেয়ের রুমে গিয়ে দেখে আলমারীর ড্রয়ার ভাঙ্গা এবং আলমারীর ড্রয়ারে রক্ষিত স্বর্নের হার, গলার চেইন, কানের দুলসহ অন্যান্য স্বর্নের অলংকার ও ডায়মন্ডের অলংকারসহ প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের অলংকার এবং সৌদি ৪০ হাজার রিয়ালসহ মোট বাংলা টাকায় প্রায় ৫৮লক্ষ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

বিষয়টি বাদী সৌদি প্রবাসী মেয়েকে জানালে মেয়ে ১নং আসামীকে ফোন করে জিজ্ঞাসা করলে আসামী স্বর্নালংকার ও সৌদি রিয়াল ফেরত দিবে মর্মে জানায়।পরবর্তীতে বাদী এবং বাদীর মেয়ে স্বর্ন অলংকারাদী ও সৌদি রিয়াল ফেরত দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও ফেরত না দেওয়ায় ডিএমপির কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। যাহা ডিএমপি কাফরুল থানার মামলা নং-৮, তারিখ-১০-১২-২০২৪ইং ধারা-৩৮০/১০৯ পেনাল কোড।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে র‍্যাব-৮,সিপিসি-১  পটুয়াখালীকে রিকুইজিশন পাঠায় যার ভিত্তিতে আসামি মো. নাসির উদ্দীন মোল্লাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় জমা দেয়া হয়েছে এবং পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!