AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিজিএফ চাল এর স্লিপ না পেয়ে ইউপি সদস্যের দুই ছেলে কে মারধরের অভিযোগ


ভিজিএফ চাল এর স্লিপ না পেয়ে ইউপি সদস্যের দুই ছেলে কে মারধরের অভিযোগ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাব উদ্দিনের দুই ছেলে কে মারধরের অভিযোগ উঠেছে রাজীবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মফিজুল হক (মফিজ আর্মি) ও সাইদুর রহমানের বিরুদ্ধে।

শনিবার (২২ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে। ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের  অভিযোগ করে বলেন, মফিজ আর্মি ও সাইদুর আমার কাছে ২০০ টি স্লিপ চায়। আমি না দিলে তারাসহ আরও প্রায় ১৫-২০ জন এসে আমার বড় ছেলে মো. ফুল মিয়া ও ছোট ছেলে মো. শাকিল আহমেদ কে মারধর করে। সেখান থেকে উপস্থিত সকলে তাদের উদ্ধার করে। পরে চেয়ারম্যানের অফিস কক্ষে বিচারের উদ্দেশ্যে বসলে সেখানেও উত্তেজিত হয়ে আমার দুই ছেলে কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আমার দুই ছেলেকে  উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তিনি আরও অভিযোগ করে বলেন, এসব ঘটনার মধ্যে পরিষদ থেকে ৩০ বস্তা চাল লুট করে নিয়ে যায় তারা।

ইউপি সদস্য শাহাব উদ্দিনের বড় ছেলে ফুল মিয়া জানান, আমার বাবার কাছে মফিজ আর্মি ও সাইদুর ২০০ টি ভিজিএফ চালের এর স্লিপ চায়। স্লিপ না দেওয়ায় আমাদের দুই ভাই ওপর হামলা করা হয়। আমার মাথায় এবং বুকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেছে।

এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রাজীবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মফিজুল হক (মফিজ আর্মি) বলেন, শাহাব উদ্দিন মেম্বার চাল লুটপাট করে নিয়ে যাচ্ছিল। ইউনিয়ন পরিষদের সচিব কিছু চাল জব্দ করে। আমরা এটা বলায় মেম্বার দৌড়ে এসে সাইদুরের কলার ধরে মারধর করে। আর ২০০ টি স্লিপ আমরা কেন চাইবো। আমাদের কি কোনো কিছুর অভাব রয়েছে!। আমরা শুধু বলছিলাম, কিরে এলাকায় গরীব মানুষ গুলো‍‍`রে না দিয়ে তোরা এভাবে চাল গুলো নিয়ে যাস কেন! এর পরেই আমাদের দিকে তেরে এসে সাইদুর কে মারধর করে।

রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, ৩ নম্বর ওয়ার্ডে সাবেক উপজেলা চেয়াম্যান ও সাবেক আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির এলাকা, ওই ওয়ার্ডের মেম্বার চাল বিতরণ করছেন, এসময় একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ছাত্রলীগ, আওয়ামীলীগের উস্কানিতে ওই ঘটনা ঘটছে।

অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ওই মেম্বারের তালিকা অনুয়ায়ী চাল বিতরণ করতেছেন। অনিয়ম হয়েছে কি না বিতরণ শেষ হলে তা জানা যাবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!