AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন


ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী নিরপরাধ অসহায় মানুষের  উপর দখলদার  ইসরায়েলী বাহিনীর হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর তাওহীদি জনথার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়।

বাদ জুমা ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে  বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় বাসটার্মিনানের গোল চত্বরে এসে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে  ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’ বদরের হাতিয়ার, ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন সহ তারা নানা স্লোগান দিতে থাকেন।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক রোকনুজ্জামান, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা খাইরুল ইসলাম, কওমী ওলামা পরিষদের উপজেলা সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান কাশেমি, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা এসএম মনিরুজ্জামান, জামাতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আজিজুর রহমান স্বপন।

বক্তারা অবৈধ দখলদার ইসরায়েল বিমান হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি  জোর দাবি জানান।

এসময় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দসহ  বিভিন্ন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!