নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সির টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ পুলিশ। শনিবার (২২ মার্চ) মার্চ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সির টয়লেটের পাইপ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার তিথি বলেন, সকালে হাসপাতালের ইমারজেন্সি বিভাগের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর শুনে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেট পাইপ মেরামত করতে গেলে, আমাদের স্টাফরা নবজাতকের লাশটি দেখতে পান। তবে লাশটি হাসপাতালের ভেতর থেকে নাকি বাহির থেকে কেউ ফেলে গেছেন এটা আমরা নিশ্চিত নই। লাশটি দেখার সাথে সাথে পুলিশকে খবর দিলে, তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন, হাসপাতালের টয়লেটের পাইপের ভেতরে একটি নবজাতকের লাশ পাওয়া গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের অবগতি করলে, ঘটনা স্থলে গিয়ে একটি মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :