AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: নারীসহ চারজনের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৫:১৪ এএম, ২৩ মার্চ, ২০২৫
বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: নারীসহ চারজনের মরদেহ উদ্ধার

মিয়ানমার থেকে পালিয়ে বঙ্গোপসাগর পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলীয় এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন নিশ্চিত করেছেন।

তবে, দুর্ঘটনায় বিজিবির এক সদস্যসহ আরও অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিজিবি সদস্য সিপাহী বিল্লাল হোসেন শাহপরীর দ্বীপ বিওপির অধীনে কর্মরত ছিলেন।

এর আগে শনিবার ভোরে ওই নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন,"ডুবে যাওয়া নৌকাটিতে থাকা চারজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া, বিজিবি সদস্যসহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।"

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান,
"সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় রোহিঙ্গাদের নৌকাটি ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকার তলা ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।"


 

একুশে সংবাদ/আ.ট//এ.জে

Link copied!