গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি। এ অবস্থায় গত ১১ মার্চ কারখানা কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা তখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় রোববার সকাল থেকে তারা ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, এর আগে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছিলেন, তখন ২০ মার্চের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। এ পর্যন্ত ১,৫০০ শ্রমিকের মধ্যে ১,২৫০ জনের বেতন পরিশোধ করা হলেও বাকিরা এখনও বেতন পাননি।
তিনি আরও বলেন, গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে কারখানা কর্তৃপক্ষ ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর করে কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর রোববার সকাল ৭টা থেকে শ্রমিকরা পুনরায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :