AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরের মৌলভী আব্দুল হাকিম কোরআন আরবি থেকে বাংলায় তর্জমা ও অনুবাদ করেছিলেন


মুকসুদপুরের মৌলভী আব্দুল হাকিম কোরআন আরবি থেকে বাংলায় তর্জমা ও অনুবাদ করেছিলেন

প্রথম কোরআন মাজীদ আরবি থেকে বাংলায় তর্জমা ও অনুবাদ করেছিলেন মুকসুদপুরের মৌলভী আব্দুল হাকিম।

এই প্রবাদ প্রতীম পুরুষ আব্দুল হাকিমের জন্ম বর্তমান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামে।  বোনেদী মুসলিম পরিবারে তাঁর জন্ম। 

কোন মুসলমান এই বাংলায় প্রথম পবিত্র কোরআন মজিদ আরবি থেকে বাংলায় তর্জমা ও অনুবাদ করেছিলেন মৌলভী আব্দুল হাকিম।

  এই মহাপুণ্যময় কাজটি করেছিলেন মৌলভী আব্দুল হাকিম। এখনও বড় বড় আলেম ওলামায়ে একরাম বলে থাকেন, পবিত্র কোরআন মজিদের এমন প্রাঞ্জল বাংলা ভাষায় অনুবাদ আজও কেউ আর করতে পারেন নি। মুসলমান হিসাবে এটা আমাদের  গর্বের বিষয়। 

 অবিভক্ত ভারতের মুসলমানদের প্রথম মুসলিম পত্রিকা " হানাফি " পেপারের প্রথম এডিটার ছিলেন তিনি।

তখনও মুসলিমলীগ গঠন হয় নি, ঐ সময়ে মুসলমানদের সর্ববৃহত্তম রাজনৈতিক দল

" ওলামায়ে হিন্দ " দলের সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি, তখন ভারতে ব্রিটিশ রাজত্ব কায়েম ছিলো। মৌলভী আব্দুল হাকিম পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ সুফি সাধক ফুরফুরা পীর সাহেবেব মুরিদ ছিলেন। তিনি বহুবার হিন্দুস্থান মুসলিম কনফারেন্স আয়োজনের মূল আয়োজক হিসাবে প্রজ্ঞার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তৎকালিন পশ্চিম বাংলার চিফ মিনিষ্টার এ কে ফজলুল হক ও হোসেন শহিদ সোহরায়ারর্দী সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো তার। তিনি মুসলমানদের জীবনমান উন্নয়নে তার সারাটি জীবন নিরলস ভাবে কাজ করে গেছেন। তিনি কোলকাতার বিখ্যাত পার্কষ্টীটে নিজ বাড়ীতে বসবাস করতেন। দেশ বিভাগের সময় কোলকাতায় যে হিন্দু মুসলমান ভয়াবহ দাঙ্গা হয়, তখন তিনি তার সকল সহায় সম্পত্তি ফেলেরেখে মুকসুদপুরের নিজ বাড়ীতে চলে আসতে বাধ্যহন। বাড়ীটি বর্তমানে ভারত সরকার অর্পিত সম্পত্তি ঘোষনা করে বাড়ীটিকে পাবলিক লাইব্রেরি করেছে।

মৌলভী আব্দুল হাকিম তার নিজ বাড়ীর নীচ তলাতেই ‍‍`কোরআন মঞ্জিল‍‍` 

নামে প্রেস দিয়েছিলেন। ওই ছাপাখানায় নিয়মিত তার বাংলা অনুবাদের পবিত্র কোরআন মজিদ ছাপা হতো। আরও ছাপা হতো তৎকালিন মুসলমানদের একমাত্র প্রত্রিকা হানাফি পেপার। এ ছাড়া মৌলভী আব্দুল হাকিমের বাংলা সাহিত্যে ছিলো যথেষ্ট বুৎপত্তি, তার রচিত অনেক কাব্য গ্রন্থের মধ্যে পল্লীর সংসার, পল্লী বধু, নগর সুন্দরদীর গোড়াপত্তন ইত্যাদি কাব্যগ্রন্থ তৎসময়ে সাহিত্যমনা মানুষের কাছে ভীষণ সমাদৃত হয়েছিলো।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!