শেপুরের নালিতাবাড়ীতে একটি পুকুর থেকে প্রায় সোয়া দুই লক্ষ টাকার মাছ চুরির অভিযোগে ওঠেছে। উপজেলার গোজাকুড়া গ্রামের জিন্নত আলির পুকুর থেকে এ মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ করেও কোন সুরাহা পাচ্ছে না অভিযোগকারী জিন্নত আলী।
লিখিত অভিযোগ ও স্থানিয়দের কাছ থেকে জানা যায়, পত্তনমূলে ২৬৯ নং খতিয়নে ৪২১৬ নং দগে ১ একর ৯৫ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে ভূগদখলে রেখে মাছ ও ধান চাষাবাদ করে আসছে জিন্নত আলী।
গত ১৫ অক্টোবর ভোররাতে গোজাকুড়া গ্রামের হাবিবুর রহমান, মোস্তফাসহ ৮-৯ জান বেড় জাল দিয়ে পুকুরে থাকা রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজতির মাছ চুরি করে নিয়ে যায়। জিন্নত আলী টের পেয়ে ৯৯৯ এ কল দিলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল খেকে মাছ ধরার জাল, দা, কেরেট, মাছ রাখার খারি জব্দ করে থানায় নিয়ে যায়।
চুরের মালামাল জব্দ করলেও অভিযোগ রেকর্ড ভুক্ত করেনি নালিতাবাড়ী থানা পুলিশ । পরে বাধ্য হয়ে শেরপুর কোর্টে মামলা দায়ের করা হয়েছে বলে জানান জিন্নত আলী।
অভিযোগকারী জিন্নত আলী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চুরের মালামাল জব্দ করলেও অভিযোগের এফেয়ার করে নাই। আমি সঠিক বিচার না পেয়ে শেরপুর কোর্টে মামলা করেছি। কোর্টের মামলা তদন্তাধিন রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্ত নালিতাবাড়ী থানার এসআই আবু তালেব জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :