AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও অসুস্থদের জন্য দোয়া


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০১:৩২ পিএম, ২৩ মার্চ, ২০২৫
নরসিংদীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও অসুস্থদের জন্য দোয়া

নরসিংদীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা শহরের ডিসি রোডস্থ একটি রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর নকশিস এর সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নকশিস এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, নরসিংদী থেকে প্রকাশিত অতিক্রম পত্রিকার সম্পাদক রমজান আলী প্রমানিক,

নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের মুক্তচিন্তা পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, দেশ টিভি জেলা প্রতিনিধি আকরাম হোসেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক খন্দকার শাহীন, নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার ও নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক সদস্য বাকি বিল্লাহ‍‍`র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমির হোসেন, দিদার হোসেন পিন্টু, কাজী ফয়জুল জালাল লিমন, আজকের পত্রিকার রায়পুরা প্রতিনিধি হারুনুর রশিদ, নরসিংদী জেলার কালের কণ্ঠের  ডিজিটাল প্রতিনিধি সুজন চন্দ্র বর্মন দীপ, ঢাকা পোষ্ট নরসিংদী জেলা প্রতিনিধি তন্ময় সাহা,

একুশে সংবাদ এর প্রতিনিধি সাব্বির হোসেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি শামীম মিয়া, কালবেলা বেলাব প্রতিনিধি আলমগীর পাঠান, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের মোহাম্মদ ইয়াসিন মিয়া, হিমেল দে, দৈনিক আমার দেশ রায়পুরা প্রতিনিধি এম.আজিজুল ইসলাম, সাংবাদিক ঈদুল ফিতর, আলোকিত সকাল নরসিংদী প্রতিনিধি সৈয়দ ইমরান হোসেন, শিরোনাম প্রতিদিনের আবু বক্কর সিদ্দিক, ডেইলি পোষ্ট প্রতিনিধি তাসলিমা আক্তার সহ জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণ করে অসুস্থদের রোগমুক্তি কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!