চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রাজা রাস্তার মাথার ব্যবসায়ী গণি সওদাগরের তৃতীয় পুত্র প্রবাসী সাকিব আহমেদ (২৩) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। জানা গেছে, সারাদিন দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফা ঘুরে এসে তিনি ইফতার করেন। পরে ক্লান্তি অনুভব করায় বিশ্রাম নেন। তার রুমমেটরা তারাবির নামাজ শেষে ফিরে এসে ডাকলেও কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে শারজাহ কাশেমিয়া হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিব মাত্র তিন বছর আগে পরিবারের স্বপ্ন পূরণের আশায় প্রবাসে যান। তার অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার বাবা-মা ও ভাই রাকিব আহমেদ বারবার মূর্ছা যাচ্ছেন।
প্রবাসী মানবকল্যাণ সংস্থা মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে। এলাকাবাসী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখছেন, "সাকিব ছিল পরিশ্রমী ও স্বপ্নবাজ, তার এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।"
সাকিব আহমেদের পরিবারের একমাত্র চাওয়া—তার মরদেহ যেন দ্রুত দেশে এনে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :