সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতির দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্বেগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা`র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল লতিফ বলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের প্রয়োজন কারণ হিসেবে উল্লেখ করেন পদটি ১৯৭৮ সালে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সে সময়ের অধস্তন প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। পরবর্তিতে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়।
উল্লেখ্য, ১৯৯৪ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেণি থেকে ১ম শ্রেণি (৯ম গ্রেড) উন্নীতকরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সমগ্রেডের কর্মকর্তাগণ এই সুদীর্ঘ ৩০ বছরে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে ইউএপিইও পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা`র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বলেন, ইউএপিইওগণ তাদের চাকুরীর কর্মপরিধির বাহিরে বিভাগীয় কাজের পাশাপাশি অন্যান্য বিভাগের ৯ম গ্রেডের কর্মকর্তাগণের ন্যায় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। ভোটার রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে সহকারী রেজিষ্ট্রেশন অফিসার, নির্বাচনে প্রিজাইডিং অফিসার, ভিজিএফ ও ভিজিডি সংক্রান্ত কাজে তদারককারী কর্মকর্তা, সমাজসেবামূলক কাজ, পরিবার পরিকল্পনা সংক্রান্ত কাজ, স্থাস্থ্য সেবা ও নকল মুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে সহায়তা প্রদানসহ জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে থাকেন। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এমএফ (আইসি) ২/৭৩/৩ নং স্মারক অনুযায়ী নন ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) কর্মকর্তার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং ইউএপিইওগণের নিয়োগবিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলী একই।
সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্কাস আলী বলেন, বর্তমানে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এর অনুমোদিত পদসংখ্যা ২৬০৭ টি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর পদসংখ্যা ৫১৬ টি। উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এর পদ সংখ্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর পদ সংখ্যার পাঁচগুণেরও বেশি। নিয়োগবিধি অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদের ৫০% হিসেবে ২৫৮টি পদে প্রতি ১০ জনে ১ জন ইউএপিইও পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। ফলে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ একই পদে চাকুরী করছেন, এমনকি অধিকাংশ কর্মকর্তা একই পদে থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে এবং কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। তাদের পদমর্যাদা বৃদ্ধি করা হলে পদোন্নতির প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে এবং কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি প্রাক্কালে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, আশরাফ আলী, আতিকুর রহমান, আব্দুল্লাহ আলমাহমুদ, মাহমুদুর রহমান, ইশরাত জাহান ওয়ারেসী, দিলরুবা খাতুন, মিরাজ হোসেন, আবিদা সুলতানা, আব্দুল মোমিন, প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :