AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে হামলার শিকার পুলিশ


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৬:৪২ পিএম, ২৩ মার্চ, ২০২৫
আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে হামলার শিকার পুলিশ

আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলদারদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় বিক্ষুব্ধ অবৈধ দখলদাররা পুলিশের একটি গাড়িতে ভাংচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় অবৈধ স্থাপনা।

রবিবার (২৩ মার্চ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজারে এই ঘটনা ঘটে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও পথচারীদের যাতায়াত সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩টি যানবাহনে ভাংচুর চালায়।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!