ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচলিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাশসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শেরপুর জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ৷
রবিবার (২৩ মার্চ) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শেরপুর জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলার মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ৷
তাদের দাবিসমুহ হলো:-
১. নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাশ করতে হবে।
২. ঈদুল ফিতরের পূর্বে (বকেয়া) বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।
৩. শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে। কোনোভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না।
৪. শিক্ষক/শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে।
৫. শিক্ষক/শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- শেরপুর জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান, সদর মডেল মসজিদের কেয়ারটেকার মাওলানা মোঃ জহুরুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মাওলানা মোঃ মোতাছিম বিল্লাহ, মাস্টার ট্রেইনার মুফতী মোঃ খলীলুর রহমান, ফিল্ড অফিসার মোবারক হোসেনসহ ৯২৭টি গন-শিক্ষালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবী মেনে নেওয়া না হলে সারা বাংলাদেশের ৮০ হাজার ইমাম ওলামা শিক্ষক নিয়ে ঢাকায় অবস্থান ধর্মঘট করা হইবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :