গাজীপুরের কালীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) পৌর এলাকার আজাদ কমিউনিটি সেন্টারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নায়েবুর রহমান মাসুদের সঞ্চালনায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফিয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সুশিল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দসহ প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :