AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে রেললাইনে ফাটল: ধীর গতিতে ট্রেন চলাচল


Ekushey Sangbad
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭:৫০ পিএম, ২৩ মার্চ, ২০২৫
জীবননগরে রেললাইনে ফাটল: ধীর গতিতে ট্রেন চলাচল

জীবননগর উপজেলার উথলীতে রেললাইনের জোড়ার মুখে ফাটল সৃষ্টি হয়েছে। এতে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ গামি মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছুক্ষণ অবস্থান করে স্বাভাবিক গতি ছাড়া ধীর গতিতে ঘটনাস্থল ত্যাগ করেছে। রেল লাইনের উপর লাল রংয়ের নিশানা টাঙিয়ে মেরামত কাজ শুরু হয়েছে। 

রোববার (২৩ মার্চ) বিকেলে জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের নিকট এই ঘটনা ঘটে।  এর ফলে চুয়াডাঙ্গা সহ আশেপাশে রেলস্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। 


উথলী ঘোড়া মারা রেলগেটের  গেটম্যান রায়হান আলী জানান, উথলী ঘোড়ামারা রেলগেট এর নিকট রেল লাইনে জোড়ার মুখে এই ফাটল দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি জানালে দ্রুত রেল লাইনে জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টাঙিয়ে দেওয়া হয়।এরফলে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ধীর গতিতে ট্রেন চলাচল করতে থাকে।

বাংলাদেশ রেলওয়ে চুয়াডাঙ্গার সহকারে নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ জানান, জীবননগরের উথলীতে রেল লাইনের জোড়ার মুখে ফাটল দেখা গেছে। রেললাইনে জোড়ার মুখগুলো ঝালাই করা থাকে।সেখান থেকে ফাটল সৃষ্টি হতে পারে। মেরামতের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত সময়ে ঝালাই এর মাধ্যমে লাইন জোড়া লাগানো সম্ভব হবে। খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামি মেইল টেনটি ঘটনাস্থলের অদুরে দাঁড়িয়েছিল। খুলে যাওয়া রেল লাইনের জোড়ার মুখের স্থানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ধীর গতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে। খুলে গেলেও ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।


তিনি আরো জানান,ট্রেন এখন ধীর গতিতে চলাচল শুরু করেছে। মেরামতের পর ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!