বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুর খালসা এসোসিয়েশনে এই আয়োজন করা হয়। সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি যুগ্ম-মহাসচিব হাবিব -উন-নবী খান সোহেল ৷
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আশরাফুর রহমান খান রবিন ও সিঙ্গাপুর বিএনপি সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।
অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুর শ্রমিক দলের সভাপতি এস এম রুবেল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ,শেরপুর জেলা যুবদলের অন্যতম সদস্য সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরবাবনা গ্রামের সন্তান প্রবাসী মোঃ সোহাগ খাঁনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা।
ইফতারের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :