AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘যুদ্ধ নয়, শান্তি চাই‍‍` শ্লোগানে শেরপুরে মানববন্ধন


‘যুদ্ধ নয়, শান্তি চাই‍‍` শ্লোগানে শেরপুরে মানববন্ধন

‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই শ্লোগানে শেরপুরে মানববন্ধন করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধ মুক্ত বিশ্ব আন্দোলন’ নামে একটি সামাজিক সংগঠন। রবিবার (২৩ মার্চ) বিকেলে শহরের থানার মোড় চত্বরে আধাঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা কোপেন্দ্র নকরেক, মোত্তাসিম বিল্লাহ, পরিচালক কাজী আলমগীর হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র দে, সংগঠনের কর্মী হাফিজ আল আসাদসহ অনেকেই।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে তা দেখেও বিশ্বের মোড়লরা চুপ থাকছে। যা কষ্টের ও বেদনাদায়ক। তাই আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে আমরা মানুষ। সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে নৈতিক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার জন্য এবং বিশ্বে যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!