পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ ফটিকছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
নানুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার শহিদ উদ্দীনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন মেসির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বিএ, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনছুর আলম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম তালুকদার ও সাবেক ছাত্রনেতা একেএম মহিউদ্দিন আজম তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য, সহমর্মিতা ও দোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, দক্ষিণ ফটিকছড়ির নানুপুর, বখতপুর, জাফতনগর, খিরাম, আব্দুল্লাহপুর ও সমিতির হাট এলাকাগুলো আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, দীর্ঘদিন ধরে এখানে দেশের শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করা গেছে। আবু তৈয়ব, কাইয়ুম, বাকের, মিল্লাতসহ বহু দাগি সন্ত্রাসীর বসবাস ছিল এসব এলাকায়। স্থানীয়দের মতে, ২০০৮ সালে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনী জনসভার পর এত বড় রাজনৈতিক সমাবেশ আর হয়নি। তবে, জুলাই বিপ্লবের পর দক্ষিণ ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে বিএনপি-জামায়াত এখানে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে, যা এলাকায় নতুন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :