দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) উপজেলা মডেল মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ রোকন উদ্দিন মিয়া।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, বিএনপি নেতা শাহাদাত কমিশনার, শাহাদাৎ হোসেন শফিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরাও অংশ নেন।
দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :