সুন্দরবনে লাগা একটি স্থানের আগুন নেভাতে না নেভাতেই সুন্দরবনের নতুন করে আরেকটি স্থানে আগুন লেগেছে। কোথাও কোথাও দাউদাউ করে জ্বলছে, আবার কোথাও কোথাও ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যাচ্ছে। অন্তত আধা কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বলছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুনের বিস্তৃতি ঠেকাতে ফায়ার লাইন কাটার (মাটি কেটে বিচ্ছিন্ন করা) কাজ শুরু করেছে। তবে এই স্থানে কীভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি বনবিভাগ। কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুনের উত্তর পশ্চিম দিকের অন্তত দুই কিলোমিটার দূরে তেইশের ছিলার শাপলারবিল এলাকা বলে জানিয়েছে তারা। নতুন করে আগুন লাগা এবং পানির উৎস দূরে থাকায় তা নেভাতে বিপাকে পড়তে হচ্ছে বনবিভাগ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় ওই আগুন জ¦লতে দেখে বনবিভাগ।
এদিকে, কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন রবিবার দুপুরের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনের স্থান বনবিভাগ পর্যবেক্ষণে রেখেছে। এর আগে গত শনিবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে।
সরজমিনে ঘুরে দেখা গেছে, আগুন লাগার স্থানটি সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রাম। এই গ্রামের মানুষ সুন্দরবনের মরা ভোলা নদীটি পার হয়ে সুন্দরবনের ভেতরে অবাধে প্রবেশ করে থাকে। বিশেষ করে শীত মৌসুমে নদীটিতে পানি থাকে অনেক কম। ফলে শীত মৌসুমেই ওই গ্রামের বাসিন্দাদের যাতায়াত বাড়ে। তারা গরু ছাগল নিয়ে বনের মধ্যে প্রবেশ করে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, কলমতেজির আগুনের থেকে এখানকার আগুনের তীব্রতা বেশি। ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। বাগেরহাট ও খুলনার ছয়টি ইউনিট শনিবার থেকে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। কলমতেজির আগুন নেভানোর মধ্যে নতুন আরেকটি এলাকায় আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে পৌঁছেছি। পানির উৎস তিন কিলোমিটার দূরে হওয়ায় আমরা এখনো কাজ শুরু করতে পারিনি। আগুনের বিস্তার রোধে বনবিভাগ, ফায়ার সার্ভিস ও গ্রামবাসী মিলে ফায়ার লাইন কাটার কাজ চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :