AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০১:২৪ পিএম, ২৪ মার্চ, ২০২৫
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় খবর প্রকাশের জেরে পারভেজ আহমেদ নামে এক সাংবাদিককে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৪ মার্চ) বিকেলে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সাংবাদিক পারভজ আহমেদ জানান, আমি দৈনিক আমার বার্তা (মাল্টিমিডিয়া) নরসিংদীর পলাশের  প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত শুক্রবার (২১ মার্চ) রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত শিরোনামে আমার বার্তা ফেসবুক পেজে একটি ভিডিও নিউজ প্রকাশ করা হয়। যে নিউজটি নরসিংদী জেলা প্রতিনিধির নামে প্রকাশ করা হয়। কিন্তু এর জের ধরে ২২ মার্চ ভোরে দুটি অপরিচিত নাম্বার থেকে আমার মুঠোফোনে কল আসে। আমি কল রিসিভ করার পর অজ্ঞাত একজন জানতে চায় আমি কেনো নিউজ করেছি। এজন্য সে আমাকেসহ নরসিংদী ও রায়পুরার সকল সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দেয়।


এ ঘটনায় আমার জীবনের নিরাপত্তার জন্য পলাশ থানায় অভিযোগ দায়ের করেছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, সাংবাদিক পারভেজ আহমেদকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে এমন বিষয়ে দুইটি ফোন নাম্বার সম্মিলিত একটা অভিযোগ পত্র গ্রহণ করেছি। পুলিশের একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!