AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে বিজিবির অভিযানে দুই হাজার ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ আটক ১


কুড়িগ্রামে বিজিবির অভিযানে দুই হাজার ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে দুই হাজারের কাছাকাছি ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সামিউল ইসলাম। তিনি বাঁশজানি গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির দিয়াডাঙা ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি বিশেষ টহল দল রবিবার রাত ৮টার দিকে মইদাম এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তবর্তী বাঁশজানি থেকে মইদাম কলেজের দিকে আসতে দেখা যায়। টহল দল তাঁকে থামার নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে আটক করা হয়।

তল্লাশিকালে তাঁর কাছে ১,৯২৫টি ভারতীয় ইয়াবা, নগদ তিন লাখ টাকা, মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, "মাদক পাচার বন্ধে সীমান্তে আমাদের নিয়মিত অভিযান চলছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা থেকে মাদক নির্মূল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আটক সামিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান জনমনে স্বস্তি সৃষ্টি করেছে। তবে মাদক চোরাচালান বন্ধে আরও কঠোর নজরদারি ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!