AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে পদ্মা নদীপাড়ে বালুমাটি কাটার দায়ে দুই লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০২:২৮ পিএম, ২৪ মার্চ, ২০২৫
সদরপুরে পদ্মা নদীপাড়ে বালুমাটি কাটার দায়ে দুই লাখ টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নে আকোটকলা বাগানের পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে ফসলি জমি কাটার দায়ে এক যুবক কে দুইলক্ষ টাকা জরিমানা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত। ওই যুবকের নাম নাসির মৃধা (২২)। সে আকোটেরচর ইউনিয়নের কালিখোলা গ্রামের হযরত মৃধার পুত্র। 

রোববার (২৩ মার্চ) বিকেলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশে সোপর্দ করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদরপুর সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন। পরে  রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। 


জানা যায়, নাসির মৃধা অবৈধভাবে বালুমাটি উত্তোলন করে, ইটভাটায় বালুমাটি বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে রবিবার (২৩ মার্চ) বিকেলে আকোটেরচর ইউনিয়নের কলাবাগান এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ওই সময় মাটিখননযন্ত্র ভেকু জব্দ করার প্রক্রিয়া চলছে।

  
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, পদ্মা নদী পাড় থেকে ফসলি জমি থেকে মাটি উত্তোলন অপরাধে তাকে আটক করে জরিমানা করা হয়েছে। সরকারি জায়গা থেকে মাটি কেটে উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণ, বাড়ি ভরাট কাজসহ অবৈধ ইটভাটায় সরবরাহ করে যাচ্ছে এ চক্রটি। তিনি আরও জানান, যারা ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রি করে এবং নদী অবৈধভাবে থেকে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!