খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার (২৩ মার্চ) খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত এই আদেশ দেন। তিন দফা সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়। বর্তমানে হাসান আল মামুন জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার বাদি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপির এক কর্মসূচিতে হামলা চালিয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলমকে নির্মমভাবে পিটিয়ে জখম করেন হাসান আল মামুন। এ ঘটনায় ফকরুল আলমের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। ২০২৪ সালের ১৯ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন ফকরুল আলম। আদালতের নির্দেশে মামলাটি পিবিআই তদন্ত করছে।
আইনজীবী তুষার আরও জানান, আদালত হাসান আল মামুনকে হাজির হওয়ার জন্য তিনবার সমন জারি করলেও তিনি একবারও আদালতে উপস্থিত হননি। আদালতের নির্দেশ অবমাননা করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন পুলিশের দায়িত্ব হলো তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা।
এই মামলাটি খুলনা অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :