"প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা, সম্ভব হবে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা,মেডিকেল অফিসার ডা. দেবশ্রী দেবনাথ, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সাদেক কামাল আকন্দ, ক্লিনিক ইনচার্জ স্বপন কুমার দত্ত সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
২০২৪ সালে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬১৯ জন যক্ষ্ণা রোগী বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা গ্রহণ করে এবং ৯৬% শতাংশ যক্ষ্ণা রোগী আরোগ্য লাভ করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :