AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং ২১৪৩ এর সহযোগিতায় এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও মোংলা বন্দর  বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের আয়োজনে মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সোমবার (২৪ মার্চ) সকাল ১২ টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে  আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোংলার শ্রমজীবী মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এতে শতাধিক শ্রমিক উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মানিক, মোকছেদুল ইসলাম গামা, ৭নং ওর্য়াডের কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, মোংলা পৌর বিএনপির ৬নং ওর্য়াডের সভাপতি মো: কামরুল ইসলাম, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবীব হাসান, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, মোংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শান্ত, আঃ সালাম ব্যাপারী, শ্রমিক নেতা একে এম শাহাবুদ্দিন, নুর ইসলাম কালুসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তারা দিনরাত পরিশ্রম করে বন্দর ও শিপিং শিল্পকে সচল রাখেন। তাই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি।"

ঈদ সামগ্রী পেয়ে শ্রমিকরা আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ শিপিং এজেন্ট ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশ শিপিং এজেন্ট ও মোংলা বন্দর  বার্থ ও শিপ অপারেটর  অ্যাসোসিয়েশন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ায় এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!